Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় ,সখিপুর, টাঙ্গাইল এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


সেবার তালিকা
  • ১. নিরীক্ষাধীন অফিস সমূহের সকল কমকর্তা/কমচারীগনের বেতন-ভাতা, ভ্রমন ভাতা, জিপিএফ অগ্রিম ও চূড়ান্ত বিল , অন্যান্য আনুষঙ্গিক বিল এবং গ্র্যাচুয়িটি ও পেনশন কেইসসমূহ যথাসময়ে নিষ্পত্তিকরণ;
  • ২. নির্ধারিত সময়ে সম্মানিত পেনশনারগনের মাসিক পেনশন পরিশোধ;
  • ৩. আর্থিক বিষয়ে মনিটরিং ও নিজ অফিসের কমচারীগনের প্রতি সরকারী দায়িত্ব পালনের বিষয়ে সুপারভিশন উন্নতকরণ;
  • ৪. বেতন স্কেল, বেতন নির্ধারণ, ছুটি, পেনশন, আনুতোষিক, অবসর সুবিধা, ভ্রমণ ভাতা, সাধারণ ভবিষ্য তহবিল ব্যবস্থাপনাসহ বিভিন্ন আর্থিক বিধানাবলীর যথাযথ প্রয়োগ ও স্পষ্টিকরণ নিশ্চিত করা;
  • ৫. যথাসময়ে মাসিক হিসাব প্রস্তুত করণ এবং নির্ধারিত সময়ের মধ্যে মাসিক হিসাব সমাপন;
  • ৬. আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং মিতব্যয়িতা অর্জনের লক্ষ্যে সাংগঠনিক কাঠামো ও আর্থিক বিধি/পদ্ধতি উন্নয়নে বিভিন্ন প্রতিষ্টানের চাহিদার প্রেক্ষিতে পরামর্শ প্রদান এবং ব্যয় ব্যবস্থাপনা অধিকতর জবাবদিহিমূলক ও স্বচ্ছ করা।
  • ৭. আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং মিতব্যয়িতা অর্জনের লক্ষ্যে সাংগঠনিক কাঠামো ও আর্থিক বিধি/পদ্ধতি উন্নয়নে পরামর্শ প্রদান এবং ব্যয় ব্যবস্থাপনা;